WB HS Result 2023 : উচ্চমাধ্যমিকে দ্বিতীয় আবু সামা, প্রাপ্ত নম্বর ৪৯৫
এ বছর উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৮৭ জন পড়ুয়া রয়েছেন, গতবছর যে সংখ্যা ছিল ২৭২। প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। বুধবার দুপুর ১২টায় সাংবাদিক বৈঠক করে ফলঘোষণা করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ঘোষণা করা হয় প্রথম থেকে দশম স্থানাধিকারীদের নাম। এ বছর উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৮৭ জন পড়ুয়া রয়েছেন, গতবছর যে সংখ্যা ছিল ২৭২। মেধাতালিকায় এ বার প্রথম দশে হুগলি থেকে ১৮ জন রয়েছেন।
Tags :
WB Board Results West Bengal Board 12th Result WBBSE Class 12th Result WB Uccha Madhyamik Result 2023 WBCHSE Board 12th Result 2023 WBCHSE Uccha Madhyamik WBCHSE Result 2023 Class 12 WBCHSE Result 2023 Date WB HS Result 2023