Jadavpur University: যাদবপুরে তৃণমূলের হুমকির পরে এবার আসরে ABVP | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: এবার যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কার ABVP-র । দিলীপের সুরেই এবার সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কার ABVP-র যাদবপুরে তৃণমূলের হুমকির পরে এবার আসরে ABVP । যাদবপুরে নৈরাজ্যের পরিস্থিতি, অভিযোগ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের 'SFI অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বলেই কি তাদের সাহায্য করার চেষ্টা?' । যাদবপুরের মতো প্রতিটি ক্যাম্পাসে একই অবস্থা' । যাদবপুরে ঢুকতে বাধা, সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি ABVP-র
যাদবপুরকাণ্ডে আহত ইন্দ্রানুজের বাবাকে ফোন শিক্ষামন্ত্রীর
যাদবপুরকাণ্ডে আহত ইন্দ্রানুজের বাবাকে ফোন শিক্ষামন্ত্রীর। 'ফোনে দুঃখপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী ও তাঁর স্ত্রীও দুঃখিত বলে জানিয়েছেন ব্রাত্য বসু। FIR প্রত্যাহার করবেন কি না, ভেবে দেখবেন বলেছেন শিক্ষামন্ত্রী', কারও পদত্যাগ চাই না, পদের মর্যাদা চাই, মন্তব্য ইন্দ্রানুজের বাবার
পানাগড়কাণ্ডে এবার গ্রেফতার সুতন্দ্রার গাড়ির চালক। সাদা গাড়ির চালক বাবলু যাদবের পরে অপর গাড়ির চালকও গ্রেফতার । বারবার বয়ান বদল, দুর্ঘটনার ৮দিনের মাথায় গ্রেফতার রাজদেও শর্মা। ধৃতের ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের