ABVP Protest : জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশের দাবিতে ABVP-র বিকাশ ভবন অভিযানে দফায় দফায় বিক্ষোভ

ABP Ananda LIVE : জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশের দাবিতে ABVP-র বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড সল্টলেকে। বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বচসা বাধে ABVP সদস্যদের। টেনে-হিঁচড়ে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ। "আমাদের ভবিষ্যৎ কোথায়? পুলিশ শুধু অনুব্রতরই ভাষা বোঝে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আমাদের লজ্জা, পশ্চিমবঙ্গের লজ্জা।" পুলিশি ধরপাকড়ের সময় এমন সমস্ত মন্তব্য করলেন বিক্ষোভকারীরা। অন্যদিকে জয়েন্টের রেজাল্ট বেরতে দেরি হওয়া এবং কলেজে ভর্তি চালু না হওয়ার বিষয়ে হস্তক্ষেপ চেয়ে, এদিন রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী ও কয়েকজন বিজেপি বিধায়ক। 
রাজভবন থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী বললেন, "তোষণবাজ সরকার, মুসলিম লিগ ২ সরকার, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকার পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীর ভবিষ্য়ৎকে জলাঞ্জলি দিচ্ছেন।" যার জবাবে কুণাল ঘোষ বলেছেন, "মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার চাইছেন, এই জট খুলে যাক। শুভেন্দুবাবুর উচিত, তাঁর দলের যে সমস্ত আইনজীবীরা এই জট পাকাচ্ছেন, তাঁদের গিয়ে বলা জটটা না পাকাতে। তার বদলে উনি রাজভবনে যাচ্ছেন কেন?"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola