Eco Park: ইকো পার্কের সামনে দুর্ঘটনা, বেপরোয়া গতির বলি দুই বাইক আরোহী
রাতের শহরে নিউটাউনে বেপরোয়া গতির বলি দুই বাইক আরোহী।গুরুতর জখম হন আরও একজন। গতকাল রাত ২টো নাগাদ ইকো পার্কের সামনে মিষ্টি হাবের কাছে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, তিন বাইক আরোহীই মত্ত অবস্থায় ছিলেন। দ্রুত গতিতে যাওয়ার সময়, নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন বাইক চালক। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। গুরুতর জখম আরও একজনকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Tags :
Saltlake Newtown Bangla News Bangla News Live Eco Park Bengali News ABP Ananda LIVE Kolkata ABP Ananda Digital ABP Ananda Newtown Accident ABP Ananda Bengali News Eco Park Accident