Kolkata Accident: বর্ষবরণের আগে বালিগঞ্জ ফাঁড়ির কাছে দুর্ঘটনা। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: বর্ষবরণের আগে শহরে ফের বেপরোয়া গতি। বালিগঞ্জ ফাঁড়ির কাছে কুইন্স পার্কে ফুটপাতে উঠে পড়ে গাড়ি। সকাল ৬টা নাগাদ দুর্ঘটনা (Accident) ঘটে। গড়িয়াহাটের (Gariahat) দিক থেকে পার্ক সার্কাসের (Park Circus) দিকে যাওয়ার সময়, নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের ওপর উঠে গাছে ধাক্কা মারে গাড়িটি। গাছ উপড়ে, পাশের লাইটপোস্টও দুমড়ে যায়। গাড়িতে চালক-সহ ৪ জন ছিলেন। গাড়ি এবং তার চালককে আটক করেছে বালিগঞ্জ থানার পুলিশ। মত্ত অবস্থায় গাড়ি চালানোয় দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ABP Ananda Live

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram