Kolkata Murder: তান্ত্রিকের নির্দেশেই প্রতিবেশীর ৭ বছরের শিশুকন্যাকে অপহরণ করে খুন, দাবি পুলিশের
Continues below advertisement
Kolkata Murder: তান্ত্রিকের নির্দেশেই খুন তিলজলার শিশুকন্যা (Girl Child)। ধৃত অলক সাউকে (Alok Shau) জেরায় এই চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে পুলিশের দাবি। পুলিশ সূত্রে খবর, জেরায় অলকের দাবি, তাঁর সন্তান নেই। অন্তঃসত্ত্বা স্ত্রী বর্তমানে বিহারে রয়েছেন। এর আগে বেশ কয়েকবার তাঁর গর্ভপাত হয়। সেই কারণে তান্ত্রিকের নির্দেশ মেনেই প্রতিবেশীর ৭ বছরের শিশুকন্যাকে অপহরণ করে খুনের পরিকল্পনা। ধৃতের দাবির সত্যতা যাচাই করে তান্ত্রিকের সন্ধান চালাবে তিলজলা থানার পুলিশ।
Continues below advertisement