Museum Shootout: জাদুঘরে গুলিকাণ্ডে অনুতপ্ত অভিযুক্ত CISF জওয়ান অক্ষয়কুমার

Continues below advertisement

জাদুঘরে গুলিকাণ্ডে অনুতপ্ত অভিযুক্ত CISF জওয়ান অক্ষয়কুমার মিশ্র। পুলিশের দাবি, ধৃত জওয়ান জেরায় জানিয়েছেন কাজটা খারাপ হয়েছে। করা উচিত হয়নি। মাথা গরম করেই যে ভয়ানক ঘটনা ঘটিয়েছেন তাও কবুল করেছেন অক্ষয়। যদিও CISF জওয়ানের দাবি, কোম্পানি হাবিলদার মাস্টার পদে থাকায় তাঁর দায়িত্ব ছিল রোলকলের সময় বাকিদের একত্রিত করা। শনিবার সেই কাজই করছিলেন তিনি। কিন্তু ৫-৬ জন ছাড়া রোলকলের সময় কেউ হাজির না হওয়ায়, তাঁকে সবার সামনে বকেন ইন্সপেক্টর। তাতেই আত্মসম্মানে লাগে অক্ষয়ের। সেন্ট্রির কাছ থেকে AK 47 রাইফেল ছিনিয়ে নিয়ে ইন্সপেক্টর ও অ্যাসিস্ট্যান্ট কমাডান্টকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। ধৃত CISF জওয়ানের দাবির সত্যতা খতিয়ে দেখছে পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram