Murshidabad Murder:বহরমপুরে কলেজছাত্রী সুতপা চৌধুরীকে কুপিয়ে খুনে দোষী সাব্যস্ত অভিযুক্ত সুশান্ত
বহরপুরপুরে ছাত্রীকে (Berhampore College Student Murder) কুপিয়ে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত অভিযুক্ত (Conviction)। আগামীকাল অর্থাৎ বুধবার রায়দান হওয়ার কথা। গত বছর ২ মে, মেসের সামনেই কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে (Sutapa Chowdhury Murder) কুপিয়ে খুনের অভিযোগ ওঠে সুশান্ত চৌধুরীর বিরুদ্ধে। পুলিশের অভিযোগ, রীতিমতো ছক কষে সুতপাকে খুন করা হয়। সেই মামলায় দোষী সাব্যস্ত হল সুশান্ত।