Viral Video: ডাইনি অপবাদে বীরভূমের ময়ূরেশ্বরে দুই আদিবাসী মহিলাকে খুনের অভিযোগ, মারধরের ছবি ভাইরাল
Continues below advertisement
ফের মধ্যযুগীয় বর্বরতা! ডাইনি অপবাদে বীরভূমের ময়ূরেশ্বরে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। মারধরের ছবি ভাইরাল। অভিযোগ, দুই মহিলাকে ডাইনি অপবাদে বেধড়ক মারধর করে, ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। ৩ দিন নিখোঁজ থাকার পর, গতকাল রাত ১১টা নাগাদ গ্রামের মধ্যেই সেচ খালে দু’জনের দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এই ঘটনায় গ্রামের মোড়ল-সহ ৬ জনকে আটক করেছে ময়ূরেশ্বর থানার পুলিশ। আতঙ্কিত গ্রামবাসীরা। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই রাজ্যে ফের ধর্ষণের অভিযোগ। বাঁকুড়ার সোনামুখীতে দ্বাদশ শ্রেণির ছাত্রীকে 'বাড়িতে আটকে রেখে ধর্ষণ'। ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূলের শ্রমিক নেতা ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ।ধর্ষণের অভিযোগে ধৃত আইএনটিটিইউসি নেতাকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস।
Continues below advertisement