Durgapur: দুর্গাপুরের ACJM অসীমানন্দ মণ্ডলের এজলাস বয়কট বার অ্য়াসোসিয়েশনের | ABP Ananda LIVE
Continues below advertisement
ভোট অশান্তির ঘটনায়, আদালতের মুহুরি তথা তৃণমূল প্রার্থীর স্বামীর জামিনের আবেদন খারিজ করে, জেল হেফাজতে পাঠানোর জের। দুর্গাপুরের ACJM অসীমানন্দ মণ্ডলের এজলাস বয়কট চালাচ্ছে বার অ্য়াসোসিয়েশন। জেলা আদালতের বিচারককে চিঠিতে অসীমানন্দ জানিয়েছেন, জামিনের আবেদন খারিজের নির্দেশ পুনর্বিবেচনার দাবি নিয়ে তাঁর ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল। সেই চাপের কাছে নতিস্বীকার না করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বিষয়টা জেলার দায়িত্বপ্রাপ্ত, হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কেও জানিয়েছেন ওই বিচারক। সূত্রের দাবি, চাপের মুখে নত না হয়ে, আইন মেনেই কাজ করার পরামর্শ দিয়েছেন বিচারপতি
Continues below advertisement