Lakshmi Puja: বাড়ির লক্ষ্মী পুজোয় ব্যস্ত নীল-তৃণা | Bangla News
রবিবার ছুটির দিন। শ্যুটিং থাকে না সাধারণত। ফলে দেরি করেই ঘুম থেকে ওঠা হয়। তবে বাড়িতে যখন কোজাগরী লক্ষ্মী পুজোর আয়োজন, তখন তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেই হবে। সেটাই যেন সবচেয়ে বড় কাজ অভিনেতা নীল ভট্টাচার্যের। হাসি-ঠাট্টা-মজায় আড্ডা দিলেন অভিনেতা। সঙ্গী স্ত্রী ও অভিনেত্রী তৃণা সাহা। বাড়ির পুজোর এলাহি আয়োজনেরও দেখা মিলল।
Tags :
Lakshmi Puja Bangla News Bangla News Live Trina Saha Bengali News Neel Bhattacharyya ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News