Aindrila Sharma: দীর্ঘ লড়াইয়ে হার মানতে হল ঐন্দ্রিলাকে, শোকাহত অভিনেত্রী মানসী সেনগুপ্ত

২০ দিনের লড়াই শেষ, হল না মিরাকল। দীর্ঘ লড়াইয়ে হার মানতে হল ঐন্দ্রিলাকে। গতকাল রাতে পরপর ১০ বার হার্ট অ্যাটাক হয় ঐন্দ্রিলার। মাত্র ২৪ বছর বয়সেই চলে গেলেন ঐন্দ্রিলা। ১ নভেম্বর থেকে হাওড়ার এক হাসপাতালে ভর্তি করা হয় ঐন্দ্রিলাকে। ২০১৫ সালে অস্থিমজ্জার ক্যান্সারে আক্রান্ত হন ঐন্দ্রিলা শর্মা দিল্লিতে দীর্ঘদিন তাঁর কেমো থেরাপি চলে। ক্যান্সারকে হারিয়ে ২০১৬-য় বাড়ি ফেরেন ঐন্দ্রিলা। পা রাখেন অভিনয় জীবনেও। ২০২১-এ ডান ফুসফুসে টিউমার ধরা পড়ে ঐন্দ্রিলার। আবার শুরু হয় কেমো থেরাপি। সেই যুদ্ধও জয় করে ফিরে এসেছিলেন ঐন্দ্রিলা। কিন্তু ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ভর্তি হতে হয় হাসপাতালে। ২০ দিন একটানা লড়াইয়ের পর অবশেষে হার মানলেন ঐন্দ্রিলা।

মানসী সেনগুপ্ত বলেন, এই খবরটা শোনার পর থেকে বলার আর কোনও ভাষা নেই। প্রতিটা মুহূর্তে খোঁজ নিচ্ছিলাম। কাজের মধ্যে যখন খবরটা পেলাম, হাত-পা চলছিল না। ওঁর থেকে শেখার আছে যে জীবনের শেষদিন অবধি কীভাবে লড়াইটা চালিয়ে যাওয়া যায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola