Rituparna Ghosh: শ্যামবাজারে রাত দখল কর্মসূচিতে 'গো ব্য়াক' স্লোগান ঋতুপর্ণা সেনগুপ্তকে। ABP Ananda Live

Continues below advertisement

শ্যামবাজারে রাত দখল কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে ঋতুপর্ণা সেনগুপ্ত। আরজিকর কাণ্ডে বিচার চেয়ে প্রতিবাদের ঢেউ কলকাতা থেকে জেলায়। এহেন আবহে শ্যামবাজারে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিক্ষোভের মুখোমুখি হলেন অভিনেত্রী ঋতুপর্ণা ঘোষ। এদিন তাঁকে ঘিরে দেওয়া হয় 'গো ব্যাক' স্লোগান। এবং কোনওক্রমে তিনি নিজের গাড়িতে উঠলেও গাড়ির উপরে সজোরে আঘাত করা হয়। বাধ্য হয়েই এলাকা ছাড়ে অভিনেত্রীর গাড়ি।

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কোচবিহারে দাঁড়িয়ে বলেছিলেন, বিরোধী আঙুল উঠলে তা ভেঙে দেওয়া হবে। বাস্তবে দেখা গেল, সেই উদয়ন গুহর জেলাতেই আর জি কর (RG Kar Case) কাণ্ডের প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবি চেয়ে আন্দোলন চলাকালীন হামলা চলল আন্দোলনকারীদের ওপরই।

নেতাদের হুঁশিয়ারি ছিলই। কোচবিহারের মাথাভাঙায় 'রাত দখলে' হামলা চালানো হল! তৃণমূলের বিরুদ্ধে রাত দখল কর্মসূচিতে হামলার অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। রাস্তায় আলপনা আঁকার সময় সবকিছু মুছে শিল্পীদের উপর হামলা চালানোরও অভিযোগ উঠেছে। ক্যামেরায় সাফ ধরা পড়েছে যে, রাস্তার ওপর গ্র্যাফিটির মতো করে 'উই ওয়ান্ট জাস্টিস' লিখেছিলেন আন্দোলনকারীরা। সেই লেখা মুখে দেওয়া হচ্ছে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram