Sreela Majumdar: ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষ, প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বিনোদন জগতে নক্ষত্রপতন। প্রয়াত স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার (Sreela Majumdar)। শনিবার নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ (Sreela Majumdar Demise) করেন তিনি। দীর্ঘ ৩ বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারের (Cancer) সঙ্গে লড়াই চলছিল তাঁর। শেষপর্যন্ত হার মানতে হল কর্কট রোগের কাছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। আকস্মিক এই খবরে শোকের ছায়া সিনেজগতে। আজই কেওড়াতলা মহাশ্মশানে শ্রীলা মজুমদারের (Sreela Majumdar) শেষকৃত্য সম্পন্ন হবে।