ABP Live Food Junction : বাঙালির রসনা তৃপ্তির 'আদর্শ' ঠিকানা! জিভে আহা স্বাদ আনতে চলে আসুন..
কথায় বলে, মাছে-ভাতে বাঙালি। হরেক রকম মাছ, ভাত, ডাল থেকে রুটি, মাংস, তরকা ! গড়িয়াহাটের আদর্শ হিন্দু হোটেল ভোজনরসিকদের রসনা তৃপ্তির 'আদর্শ' ঠিকানা। ৭০-৭৫ বছর আগে এই হোটেল শুরু করেছিলেন কালি পদ মাইতি। তখন থেকেই বাঙালির মন কেড়েছে জনপ্রিয় এই হোটেল। সস্তায় পেটপুরে খেতে ঢুঁ মারতেই পারেন।
এখানেই শেষ নয়। এবিপি লাইভে এলে এরকম নানা স্বাদের রসনাতৃপ্তির সন্ধান পাবেন অনায়াসেই। চোখে দেখে হয়তো চেখে দেখার আগ্রহ বেড়ে যেতেই পারে। অজান্তেই বলে উঠতে পারে মন, 'রসেবশে আছি বেশ, খাওয়াদাওয়া জম্পেশ'। তাই আর দেরি কেন ?