Kolkata Police Half Marathon: কলকাতা পুলিশের ম্যারাথনে বিপত্তি! তোরণ ভেঙে আহত অতিরিক্ত কমিশনার। ABP Ananda Live
কলকাতা পুলিশের ম্যারাথনে (Kolkata Police Half Marathon) বিপত্তি। তোরণ ভেঙে আহত কলকাতা পুলিশের (Kolkata Police) অতিরিক্ত কমিশনার মুরলীধর শর্মা। মাথায় আঘাত লাগায় নিয়ে যাওয়া হয়েছে ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে।
রেড রোডে হাওয়ায় ভেঙে পড়ে তোরণ। মাথায় ও ঘাড়ে চোট পান অ্যাডিশনাল পুলিশ কমিশনার ওয়ান মুরলীধর শর্মা। তাঁকে মৌলালির ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে নিয়ে যাওয়া হয়েছে। শীতের সকালে এদিন কলকাতা পুলিশের উদ্যোগে হাফ ম্যারাথনের আয়োজন করা হয়। ১০ কিলোমিটার দৌড়ে সামিল হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও, কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে ২১ ও ৫ কিলোমিটার দৌড়ের আরও দুটি বিভাগে দৌড়ন অসংখ্য প্রতিযোগী। রেড রোড থেকে শুরু হয় দৌড়। এজেসি বোস রোড, শেক্সপিয়র সরণি, মা উড়ালপুল-সহ শহরের বিভিন্ন রাস্তা ঘুরে ফের রেড রোডেই দৌড় শেষ করেন প্রতিযোগীরা। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, রাজ্য পুলিশের DG রাজীব কুমার-সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা ছাড়াও হাফ ম্যারাথনে অংশ নেন সৌরভ গঙ্গোপাধ্যায়, অভিনেতা দেব, আবির চট্টোপাধ্যায়, অভিনেত্রী ইশা সাহা, পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী-সহ বিশিষ্টরা।