Adenovirus: ২ মাসে প্রাণ গেল ৯৪ জন শিশুর, অ্যাডিনো-আতঙ্ক অব্যাহত

Continues below advertisement

অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই বি সি রায় হাসপাতালে আরও ৫ শিশুর মৃত্যু হল। এছাড়া, আরজি কর হাসপাতাল সূত্রে জানা গেছে, জানুয়ারি ও ফেব্রুয়ারি মিলিয়ে সেখানে মৃত্যু হয়েছে ২৫ জন শিশুর। পুরুলিয়া জেলা হাসপাতাল সূত্রে খবর, ফেব্রুয়ারিতে এক শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে ২ মাসে রাজ্যে ৯৩ জন শিশুর মৃত্যু হল। 

অন্যদিকে, জ্বর, নিউমোনিয়া থাকায় গত মঙ্গলবার বি সি রায় হাসপাতালে ভর্তি করা হয় বনগাঁ মালঞ্চর বাসিন্দা চারমাসের শিশুকে। ভেন্টিলেশনে থাকাকালীন আজ ভোর ৪টে নাগাদ তার মৃত্যু হয়। একমাস আগে পক্সে আক্রান্ত হয়েছিল ওই শিশু। সেইসময় ভর্তি করা হয় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে। একইসঙ্গে সকাল ৬টা নাগাদ বি সি রায় হাসপাতালে মৃত্যু হয় মেটিয়াবুরুজের বাসিন্দা ১ বছর ৭ মাসের শিশুকন্যার। জ্বর, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ৮ দিন ধরে বি সি রায় হাসপাতালের এইচডিইউ-তে ভর্তি ছিল ওই শিশু। 
-------------
অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই বি সি রায় হাসপাতালে আরও ৫ শিশুর মৃত্যু হল (Adenovirus)
২ মাসে প্রাণ গেল ৯৩ জন শিশুর
শুধুমাত্র আর জি করেই মৃত্যু হয়েছে ২৫ জনের
বি সি রায় হাসপাতালেও একের পর এক শিশুর মৃত্যু
চাপ বাড়ছে হাসপাতালে, আইসিইউ বেডের হাহাকার

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram