Adenovirus: ফের বিসি রায় হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্য়ু
Continues below advertisement
অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই ফের বি সি রায় হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্য়ু হল। রবিবার জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে বিসি রায় হাসপাতালে ভর্তি করা হয় শাসনের বাসিন্দা ১১ মাসের শিশুকে। বৃহস্পতিবার গভীর রাতে মৃত্যু হয় তার। ডেথ সার্টিফিকেটে অ্যাডিনো (Adenovirus) সংক্রমণের উল্লেখ রয়েছে। এদিন সন্ধেয় শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি আরও ২ শিশুকে মৃত ঘোষণা করা হয়। মৃতদের মধ্যে একজন জয়নগরের বাসিন্দা, বয়স ৭ মাস। অন্যজন নারায়ণপুরের বাসিন্দা, বয়স ৩ বছর। এই দুই শিশুর পরিবারের অভিযোগ, দুপুরে মৃত্যুর জানানো হলেও রাত সাড়ে আটটা অবধি দেহ দেওয়া হয়নি। এই নিয়ে বিক্ষোভ দেখান তারা। পুলিশ হস্তক্ষেপে মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। অ্যাডিনো ও শ্বাসকষ্টজনিত কারণে জানুয়ারি থেকে এখনও পর্যন্ত রাজ্যে ৫৫ জন শিশুর মৃত্যুর খবর মিলেছে।
Continues below advertisement