WB Corona: কলকাতায় নাইসেডে যন্ত্র থাকলেও পর্যাপ্ত নমুনাই 'অমিল'! | Bangla News
যন্ত্র আছে, কিন্তু আসছে না পর্যাপ্ত নমুনা। অভিযোগ, এর ফলে অতিমারির সময়েও পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না কলকাতায় (Kolkata) নাইসেডে (NICED) থাকা আরটিপিসিআর টেস্টের উন্নতমানের যন্ত্র। কীভাবে এই যন্ত্র পুরোপুরি ব্যবহার করা যায়, তা নিয়ে আলোচনা চলছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।
Tags :
Kolkata ABP Ananda NICED ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ