Adhir Chowdhury: ঢিল মেরে রাহুল গাঁধীর গাড়ির কাচ ভাঙার অভিযোগ অধীর চৌধুরীর। ABP Ananda Live
বিহার থেকে ফের বাংলায় কংগ্রেসের ন্যায় যাত্রা, ভাঙল রাহুল গাঁধীর গাড়ির কাচ। পিছন থেকে ঢিল মেরে গাড়ির কাচ ভাঙার অভিযোগ অধীর চৌধুরীর। প্রশাসন ও সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতির। এরাজ্যে নয়, রাহুলের গাড়ির কাচ ভাঙা হয়েছে বিহারের কাটিহারে, দাবি রাজ্য পুলিশের।
Tags :
Congress MP Rahul Gandhi Adhir Chowdhury On Rahul Gandhi Car Glass Break Rahul Gandhi Bharat Jodo Nyay Yatra