Sharad Power: মমতাকে আক্রমণ করার খারাপ অভ্যাস রয়েছে অধীর চৌধুরীর, মন্তব্য শরদ পওয়ারের
মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয় নেত্রী। আমাদের বন্ধু অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু বলবেন, তা ঠিক নয়। তাঁর মমতাকে আক্রমণ করার খারাপ অভ্যাস রয়েছে। এমনই মন্তব্য় করলেন NCP-র শরদ পাওয়ার। পাল্টা, কৌশলী প্রতিক্রিয়া দিয়েছেন অধীর চৌধুরী।