Adhir Chowdhury: বিজেপির পর এবার অধীর চৌধুরীকেও সন্দেশখালিতে যেতে বাধা পুলিশের। ABP Ananda Live
বিজেপির পর এবার অধীর চৌধুরীকেও সন্দেশখালিতে যেতে বাধা পুলিশের। সরবেড়িয়া থেকে হেঁটে সন্দেশখালি যাওয়ার পথে অধীরকে আটকাল পুলিশ। রামপুরেই প্রদেশ কংগ্রেস সভাপতিকে আটকাল পুলিশ। কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। বাধা পেয়ে রাস্তায় বসেই প্রতিবাদ অধীর চৌধুরীর। পুলিশের সঙ্গে তুমুল বচসা কংগ্রেস কর্মীদের। রামপুর থেকেই ফিরতে হল লোকসভায় কংগ্রেসের দলনেতাকে।