Adhir Chowdhury:'প্রধান বিচারপতি নিজেই বিচলিত তাতেই অনুমেয় বাংলায় নির্বাচন কীভাবে হচ্ছে,'তোপ অধীরের
Continues below advertisement
'প্রধান বিচারপতি নিজেই বিচলিত, এর থেকে অনুমেয় যে এই বাংলায় নির্বাচন কোন বাতাবরণে হচ্ছে।' তোপ অধীরের। 'আমরা নির্বাচন কমিশনকে বলব যে বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন যেন পিছিয়ে দেওয়া হয়' প্রাথমিক পর্যবেক্ষণে মন্তব্য প্রধান বিচারপতির। 'যেখানে মানুষ ৮ ঘণ্টা শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন না'সেখানে এই মুহূর্তে ভোটের প্রয়োজন নেই, মন্তব্য প্রধান বিচারপতির।মুর্শিদাবাদে রামনবমীর দিন অশান্তির মামলায় মন্তব্য প্রধান বিচারপতির।এনআইএ তদন্ত চেয়ে দায়ের হয় মামলা।রাজ্যকে হলফনামা আকারে রিপোর্ট দেওয়ার নির্দেশ।আগামী ২৬ এপ্রিল পরবর্তী শুনানি।'কেন্দ্র এবং রাজ্যের তদন্তকারী সংস্থাগুলি চাইলে হলফনামা দাখিল করতে পারেন'এই অশান্তির প্ররোচনা কে দিল ?, প্রশ্ন প্রধান বিচারপতির
Continues below advertisement