Adhir Chowdhury : দেশে বিজেপিকে রুখতে কংগ্রেস দরকার : অধীর

Continues below advertisement

কুর্সি বদলের পথে কর্ণাটক। ফলাফলে অনেক এগিয়ে কংগ্রেস। কন্নড়ভূমে গদি হারানোর পথে বিজেপি। এখনও পর্যন্ত ২২৪ আসনের বিধানসভায় ১২৪টি আসনে এগিয়ে কংগ্রেস
বিজেপি এগিয়ে ৬৯টি আসনে, কিং মেকার হওয়ার দৌড়ে এগিয়ে জেডিএস। এখনও পর্যন্ত ২৪টি আসনে এগিয়ে কুমারস্বামীর জেডিএস। ভোট শতাংশেও বিজেপির থেকে এগিয়ে কংগ্রেস। এখনও পর্যন্ত ৪৩ শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস। বিজেপি পেয়েছে ৩৬ শতাংশ, জেডিএস পেয়েছে ১৩ শতাংশ ভোট। দল ভাঙানো রুখতে বাড়তি সতর্কতা কংগ্রেস শিবিরে। হেলিকপ্টারে জয়ী বিধায়কদের বেঙ্গালুরুতে নিয়ে আসা হবে। গরিষ্ঠতা পেলে আগামীকাল জয়ী কংগ্রেস বিধায়কদের বৈঠক। গরিষ্ঠতা না পেলে বিধায়কদের সরানো হবে গোপন আস্তানায়। সূত্রের খবর ৫ নির্দল প্রার্থী যোগাযোগ রাখছে কংগ্রেসের সঙ্গে

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram