Adhir on Anubrata : মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে সবাই চোরশ্রী: অধীর চৌধুরী ।Bangla News

Continues below advertisement

"যাবে একটা একটা করে  জেলে, কিছু করার নেই", তৃণমূল (TMC) নেতাদের কটাক্ষ করে বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। তিনি বলেন, "গরু, কয়লা, বালি বিভিন্ন রকম চুরির দায়ে জেলে ‌যাবেন তাঁরা। দিদির দলে চোর ছাড়া কেউ আছে কি? ওনার এবার চোরশ্রী প্রকল্প শুরু করা উচিত। ‌যদি চুরি না করে থাকে তবে কেন ভয় পাবে। না করে থাকলে জেরা এড়ানোর প্রয়োজন কী?"ঢপবাজি করার চেষ্টা করছে, জেরার হাত থেকে বাঁচার চেষ্টা করছে। অনুব্রত মন্ডলের সিবিআই জেরা এড়ানোর বিষয়ে বললেন অধির।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram