Adhir on Dhankar: 'শুধু জ্ঞান দিলেই হবে না', রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যপালের মন্তব্যের পাল্টা অধীর।Bangla News

Continues below advertisement

রাজ্যের গণতন্ত্র নিয়ে ফের আক্রমণে রাজ্যপাল। যখন কেউ বলে রাজ্যে গণতন্ত্র গ্যাস চেম্বার, তখন আমার অস্বস্তি হয়। যখন কেউ বলে রাজ্য দুর্নীতির আখড়া, তখন খারাপ লাগে। এই তালিকায় নতুন সংযোজন মহিলাদের ওপর অত্যাচার। অপরাধের তদন্ত মানুষের মনে আস্থা জাগাতে পারছে না। লজ্জাজনকভাবে মানুষকে পুড়িয়ে মারা হল। যাঁরা দায়িত্বে আছেন তারা তদন্তকে প্রভাবিত করতে পারে না। মন্তব্য রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar)। "এক জায়গায় নির্যাতিতার পরিবারকে আপনি চাকরি দিচ্ছেন। কিন্তু ভোট পরবর্তী হিংসায় অত্যাচারীর সঙ্গে বৈষম্য কেন?" নাম না করে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) নিশানা রাজ্যপালের।

রাজ্যপাল দীর্ঘদিন ধরে আমাদের জ্ঞান বিতড়ন করছেন। নানারকম বড় বড় জ্ঞান দিচ্ছেন। কী করা উচিত কী করা উচিত না, সবই বলছেন। আমাদের এখান থেকে বেরিয়ে আসতে কী করতে হবে? শুধু তো জ্ঞান দিলে হবে না। মন্তব্য অধীরের (Jagdeep Dhankar)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram