Adhir On Saugata: 'সৌগত বাবু ঠিক কথাই বলেছেন', হাঁসখালিকাণ্ড নিয়ে সৌগতর মন্তব্য প্রসঙ্গে অধীর । Bangla News

হাঁসখালিকাণ্ড (Hanskhali Gangrape) নিয়ে বিস্ফোরক তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায় (Saugata Roy)। ‘যে রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মহিলা, সেখানে একটা ঘটনা ঘটলেও তা লজ্জার। মহিলাদের উপর অত্যাচার কোনও ভাবেই বরদাস্ত নয়। এই ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা নিতে হবে। সকলেই নারী সুরক্ষা নিয়ে চিন্তিত’। মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের।

এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন, মুখ্যমন্ত্রী মহিলা বা পুরুষ সেটা আমার কাছে বিচার্য নয়। বিচার্য হল, কোনও রাজ্যের মহিলাদের ওপর অত্যাচার মেনে নেওয়া যায় না, মেনে নেব না আমরা। সৌগত বাবু ঠিক কথাই বলেছেন। কিন্তু তাদের কথায় আরও বেশি বীরত্ব দরকার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola