Bharat Jodo Nyay Yatra: রাহুলের ন্য়ায় যাত্রা-র সভায় 'না' পুলিশের, অধীরের নিশানায় TMC
শিলিগুড়িতে রাহুল গান্ধীর ন্য়ায় যাত্রা সংক্রান্ত সভায় অনুমতি দেয়নি রাজ্য় পুলিশ (Bharat Jodo Nyay Yatra ) , তৃণমূল সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুললেন অধীর চৌধুরী(Adhir Ranjan Chowdhury)। বিজেপি শাসিত মণিপুর, অসমের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা টানলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বিজেপির এজেন্টের মতোই কথা বলছেন অধীর, কটাক্ষ করেছে তৃণমূল।