Adhir Ranjan Chowdhury: 'তৃণমূল নেতাদের অভাব চলছে', কোন প্রসঙ্গে বললেন অধীর? ABP Ananda Live

TMC Neww: 'তৃণমূল নেতাদের অভাব চলছে', কোন প্রসঙ্গে বললেন অধীর? 'তৃণমূল নেতারা এখন ভাবছে কোথায় এত পাব? আর কোথায় টাকা মেরে খাব। আবাস যোজনা প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ অধীরের। একের পর এক জেলায় আবাস যোজনার টাকা কেলেঙ্কারির অভিযোগ। অভিযোগ শাসক দলের বিরুদ্ধে।  'আমরা চায় আবাস যোজনার টাকা যাদের প্রয়োজন তারা পাক',মন্তব্য শুভেন্দুর। আবাস যোজনা প্রসঙ্গে ফের মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিরোধী দলনেতার।   আরও খবর, রাজ্য সরকারের দেওয়া ত্রাণের ত্রিপল পুর আধিকারিকের বাড়িতে! দুর্গাপুর পুরসভার কর্মী শুভ দত্তর বাড়ির অনুষ্ঠানে বিশ্ববাংলা লোগো বসানো ত্রিপল। ত্রাণ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিজেপির। অস্বস্তি ঢাকতে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস তৃণমূলের। যদিও গোটা বিষয়টির দায় ডেকরেটর্স সংস্থার ঘাড়ে চাপিয়েছেন অভিযুক্ত পুর আধিকারিক। একমাসেই অবস্থান বদল!  IMA রাজ্য শাখার ভোটে লড়বেন না বলে ঘোষণা করেও, ফের সিদ্ধান্ত বদলে ফেললেন শান্তনু সেন।  নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ছেন তিনি । সেপ্টেম্বর মাসে শান্তনু সেন দাবি করেছিলেন, ইন্ডিয়ান মেডিক্য়াল কাউন্সিলের মতো অরাজনৈতিক সংগঠনে, রাজনৈতিক সত্তা নিয়ে, না থাকাই উচিত। কিনতু, IMA-র রাজ্য় শাখার প্রার্থী তালিকা প্রকাশ হতেই, দেখা যায় - তাতে নাম রয়েছে শান্তনু সেনের। শুক্রবার শেষদিনে, মনোনয়ন জমা দেন তিনি। কিনতু, হঠাৎ সিদ্ধান্ত বদল কেন?

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola