
Adhir Ranjan chowdhury: 'আমাকে মারার চক্রান্ত হয়েছিল', কার বিরুদ্ধে অভিযোগ অধীরের?
ABP Ananda LIVE: আমার বিরুদ্ধেও খুনের চক্রান্ত হয়েছিল, বিস্ফোরক অধীর । বদলার জন্য জেল থেকে অনেককে ছেড়ে দেওয়া হয়'। 'খুনের জন্য বন্দিকে সুপারি দিচ্ছিলেন অনেক আগের এক এসপি' । খুনের চক্রান্তের অভিযোগে বিস্ফোরক অধীর চৌধুরী। 'জেল থেকে হুমকি, জেল থেকে বেরিয়ে খুন করা অসম্ভব নয়' । শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগের প্রসঙ্গে বিস্ফোরক অধীর।
গরমের মধ্যে তীব্র জলসঙ্কট, হাওড়া ও শিবপুরে ২২ ওয়ার্ডে এখনও জল সরবরাহ বন্ধ
গরমের মধ্যে জলসঙ্কট অব্যাহত হাওড়ার বিস্তীর্ণ এলাকায়। বুধবার রাতে বিপর্যয়ের পর থেকে এখনও সারানো যায়নি ভূগর্ভস্থ পাইপলাইন। উত্তর হাওড়া ও শিবপুর বিধানসভা এলাকার বাইশটি ওয়ার্ডে এখনও জল সরবরাহ বন্ধ। তার জেরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে হাজার হাজার পরিবারকে। বুধবার রাতে, হাওড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া ভাগাড়ের কাছে, ভূগর্ভস্থ পাইপ লাইনে বড়সড় ফাটল দেখা যায়। এরপরই, পদ্মপুকুর জল প্রকল্পের রিজার্ভার থেকে জল সরবরাহ বন্ধ রাখা হয়। গতকাল হাওড়া পুরসভা ও কেএমডিএ-র ইঞ্জিনিয়াররা পাইপলাইন মেরামতির কাজ করলেও ফের ধস নামায় পাইপ লাইনে ফাটল দেখা দেয়। এখনও জল সরবরাহ বন্ধ রয়েছে। হাওড়ার পাশাপাশি কলকাতা ও উত্তরপাড়া পুরসভা থেকে ট্যাঙ্কারে জল সরবরাহ করা হচ্ছে ওই বাইশটি ওয়ার্ডে।