Congress News: অধীর চৌধুরীর জায়গায় প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন শুভঙ্কর সরকার। ABP Ananda Live

Adhir Ranjan Chowdhury: প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন শুভঙ্কর সরকার । অধীর চৌধুরীর জায়গায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর । সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদক ছিলেন শুভঙ্কর সরকার। লোকসভা ভোটের পর থেকেই পদ ছাড়তে চাইছিলেন অধীর । সংগঠনে অধীরের ভূমিকার প্রশংসনীয়: কে সি বেণুগোপাল। পুজোর স্টলের সামনে বিচার চেয়ে গ্রাফিতি লিখতে বাধা দমদম পার্কে তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে বাধা দেওয়ার অভিযোগ । 'উই ওয়ান্ট জাসটিস' লেখা যাবে না বলে বাধা দেওয়ার অভিযোগ । 'প্রতিবাদে আপত্তি নেই, কিন্তু লেখার অন্য জায়গা আছে, এখানে কেন?' ।বাম-বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব করছে, দাবি উদ্যোক্তাদের। আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বায়ো মেডিক্য়াল বর্জ্য় বেআইনিভাবে বিক্রির অভিযোগ তুলেছিলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। এবার এবিপি আনন্দের অন্তর্তদন্তে উঠে এল এমন এক গোডাউনের ছবি, যেখানে রমরমিয়ে চলছে বায়ো মেডিক্যাল বর্জ্য পুনর্ব্য়বহারের চক্র। ABP Ananda Live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola