Adhir Chowdhury: ধূপগুড়ির যৌথ নির্বাচনী সভা থেকে বিজেপির পাশাপাশি তৃণমূলকে নিশানা অধীর-সেলিমের
ধূপগুড়ির যৌথ নির্বাচনী সভা থেকে এক সুরে বিজেপির পাশাপাশি তৃণমূলকে নিশানা করলেন অধীর চৌধুরী এবং মহম্মদ সেলিম। অন্য়দিকে, জাতীয় স্তরে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে ফের সরব হয়েছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। ক্ষোভ জানিয়েছেন, তাঁকে মুখপাত্র পদ থেকে সরানো নিয়ে। পাশাপাশি তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে জোট হলে কংগ্রেস দলটাই বিলুপ্ত হয়ে যাবে।