Panchayet Election: এবার পঞ্চায়েতে 'নো ভোট টু টিএমসি'র ডাক দিল আদিবাসী কুড়মি সমাজ | ABP Ananda LIVE
Panchayet Election: এবার পঞ্চায়েতে 'নো ভোট টু টিএমসি'র (No Vote to TMC) ডাক দিল আদিবাসী কুড়মি সমাজ (Kurmi)। ধৃত নেতাদের মুক্তি না দিলে, এবং কুড়মি সমাজের দাবি না মানলে তৃণমূলকে ভোট দেওয়া হবে না। সাফ জানাল কুড়মি সমাজের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি। পাশাপাশি নিজেদের প্রার্থী দাঁড় করানোর ভাবনাচিন্তাও করছেন কুড়মিরা।