Road Block : ৫ দফা দাবিতে আজ ১২ ঘণ্টার বাংলা বন‍্ধের ডাক দিয়েছে ‘আদিবাসী সেঙ্গেল অভিযান’

Continues below advertisement

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আদিবাসী মহিলাদের দণ্ডি-কাণ্ডের প্রতিবাদ, আদিবাসী বিরোধী কর্মকান্ডের বিরোধিতা এবং আদিবাসীদের সাংবিধানিক অধিকার রক্ষা-সহ ৫ দফা দাবিতে আজ ১২ ঘণ্টার বাংলা বন‍্ধের ডাক দিয়েছে ‘আদিবাসী সেঙ্গেল অভিযান’। সকাল ৬টা থেকে বন্‍ধ শুরু হয়েছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন আদিবাসীরা। সকাল ৭টা থেকে শুরু হয়েছে অবরোধ। চোপড়ায় অবরুদ্ধ ৩১ নম্বর জাতীয় সড়ক। বেসরকারি বাস বন্ধ। সকালের দিকে কয়েকটি সরকারি বাস চললেও, বিভিন্ন জায়গায় আটকে পড়েছে। চূড়ান্ত নাকাল হচ্ছেন যাত্রীরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram