ABP Ananda Exclusive: ১০ দিন পার, পুলিশের খাতায় বেপাত্তা, শিবু হাজরার খোঁজ পেল এবিপি আনন্দ! | ABP Ananda LIVE
১০ দিন পার, পুলিশের খাতায় বেপাত্তা, শিবু হাজরার খোঁজ পেল এবিপি আনন্দ! ১০দিন পার, গোপন ডেরা থেকেই এবিপি আনন্দে মুখ খুললেন শিবু হাজরা। পাশে দল, তাই কি শিবু হাজরা নিয়ে হাত গুটিয়ে পুলিশ? শ্লীলতাহানির একই মামলায় অভিযুক্ত শিবু, উত্তম গ্রেফতার হলে কেন শিবুকে ছাড়? এফআইআরে নাম, পুলিশের খাতায় বেপাত্তা, শিবুর খোঁজ পেল এবিপি আনন্দ!