Recruitment Scam: '১৫০ দিন পার, এখনও কেন তদন্ত শেষ হয়নি?' নিয়োগ দুর্নীতিতে ফের আদালতের প্রশ্নের মুখে CBI | Bangla News
Continues below advertisement
নিয়োগ দুর্নীতি মামলায় ফের আদালতের প্রশ্নের মুখে সিবিআই। ১৫০ দিন হয়ে গিয়েছে, এখনও কেন তদন্ত শেষ হয়নি? সিবিআইকে প্রশ্ন করলেন বিচারক। ৩৫০ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আদালতে দাবি সিবিআই-এর আইনজীবীর। ‘পরিকল্পিত ষড়যন্ত্রের কথা বলে জামিন না দেওয়ার আবেদন করছেন’, এমন আইন কি কোথাও আছে? সিবিআইকে প্রশ্ন করলেন বিচারক। যাতে কেউ প্রভাব খাটাতে না পারেন, সেটাই চাইছি, উত্তরে বললেন সিবিআই-এর আইনজীবী। কেন আপনারা আবার পার্থ চট্টোপাধ্যায়দের হেফাজত চাইছেন? প্রশ্ন আদালতের। যাঁদের প্রশ্ন করা হচ্ছে, যাঁরা আসছেন, তাঁদের উপর প্রভাব খাটানো হচ্ছে, অভিযোগ সিবিআই-এর। আলিপুর আদালতে শুনানি শেষ, রায়দান স্থগিত।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital CBI ABP Ananda ABP Ananda Bengali News Recruitment Scam