Bantala Fire Update: প্রায় ১৪ ঘণ্টা পর বানতলা লেদার কমপ্লেক্সে চামড়ার ব্যাগের কারখানায় আগুন নিয়ন্ত্রণে | Bangla News
প্রায় ১৪ ঘণ্টা পর বানতলা লেদার কমপ্লেক্সে চামড়ার ব্যাগের কারখানায় আগুন নিয়ন্ত্রণে। সকাল ৭টা পর্যন্ত চলে কুলিংয়ের কাজ। কারখানার দোতলা, তিনতলা ও চারতলার বেশিরভাগ অংশ ভস্মীভূত। পুড়ে ছাই হয়ে গিয়েছে কারখানায় মজুত থাকা সামগ্রী। গতকাল দুপুর ২টো নাগাদ চামড়ার ব্যাগ তৈরির কারখানার নীচতলায় গুদামে আগুন লাগে। দমকলের ২০টি ইঞ্জিনের চেষ্টায় আজ ভোর ৪টে নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বাজি বা মোমবাতি থেকেই আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। যদিও বাজি থেকেই আগুন লাগে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে কারখানা কর্তৃপক্ষের।
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Bantala Fire Update