Piyali Basak: অক্সিজেন ছাড়া এভারেস্ট জয়ের পর এবার চন্দননগরের পর্বতারোহী পিয়ালি বসাকের পরবর্তী অভিযান মাকালু ও অন্নপূর্ণা

Continues below advertisement

অক্সিজেন ছাড়া এভারেস্ট জয়ের পর এবার চন্দননগরের পর্বতারোহী পিয়ালি বসাকের পরবর্তী অভিযান মাকালু ও অন্নপূর্ণা। ৯ মার্চ অভিযান শুরু করছেন পিয়ালি। তবে বাধা হয়ে দাঁড়াচ্ছে আর্থিক সংস্থান! অভিযানের জন্য ৩০ লক্ষ টাকা প্রয়োজন হলেও, এখনও অবধি জোগাড় হয়েছে মাত্র আড়াই-তিন লক্ষ! এই পরিস্থিতিতে সরকার থেকে সাধারণ মানুষকে এগিয়ে আসার আর্জি জানিয়েছেন তিনি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram