Kuntal Ghosh: জোড়া ডায়েরির পর এবার ইডি-র নজরে কুন্তল ঘোষের তিনটি পেনড্রাইভ । ABPAnandaLIVE
জোড়া ডায়েরির পর এবার ইডি-র(ED) নজরে কুন্তল ঘোষের(Kuntal Ghosh) তিনটি পেনড্রাইভ (Pendrive)। ED সূত্রে খবর, কুন্তলের চিনার পার্কের (Chinner park) ফ্ল্যাটে তল্লাশির সময় বেডরুমে একটি ড্রয়ার থেকে উদ্ধার হয় তিনটি পেনড্রাইভ ((Pendrive)। সেগুলি বাজেয়াপ্ত (seize) করে নিয়ে আসা হয় ইডি(ED) দফতরে। পেনড্রাইভে লুকিয়ে রাখা হয়েছে কী তথ্য? খতিয়ে দেখছে ইডি। এব্য়াপারে খতিয়ে দেখতে ২ অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। পেনড্রাইভের তথ্য জানতে প্রয়োজনে সাহায্য নেওয়া হবে সাইবার বিশেষজ্ঞদের,(Cyber experts) খবর সূত্রের।