Saayoni Ghosh: ইডি-র পর এবার সিবিআই-এর নজরে সায়নী ঘোষ | ABP Ananda LIVE
Recruitment Scam: ইডি-র (ED) পর এবার সিবিআই-এর (CBI) নজরে সায়নী ঘোষ (Saayoni Ghosh)। সিবিআই-এর নজরে কুন্তল (Kuntal Ghosh)-সায়নী যোগ। সায়নী যুব তৃণমূলের সভাপতি হওয়ার পরেই সাধারণ সম্পাদক হন কুন্তল ঘোষ। 'কুন্তল ঘোষের সাধারণ সম্পাদক হওয়ার নেপথ্যে কি সায়নী ?' ইডি-র জিজ্ঞাসাবাদের সময় সায়নীকে এই প্রশ্নের মুখে পড়তে হয় বলে সূত্রের খবর। 'কুন্তলকে সাধারণ সম্পাদক করা একটি সম্মিলিত সিদ্ধান্ত'। কুন্তলকে সাধারণ সম্পাদক করার পিছনে তাঁর কোনও ভূমিকা নেই বলে দাবি সায়নীর। তাপস মণ্ডলের বয়ানে প্রথম উঠে এসেছিল সায়নী ঘোষের নাম। সম্প্রতি তাপস মণ্ডলকেও এব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর সিবিআই সূত্রে।