Kolkata News:গার্ডেনরিচ, বিরাটির পর এবার চেতলা,মেয়রের ওয়ার্ডে ভেঙে পড়ল পুরনো বাড়ির তিনতলার কার্নিস
Continues below advertisement
ABP Ananda LIVE: গার্ডেনরিচ(gardenreach), বিরাটির(birati) পর এবার চেতলা(chetla)। খোদ মেয়রের ওয়ার্ডে ভেঙে পড়ল পুরনো বাড়ির তিনতলার কার্নিস। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ি। আজ ভোর সাড়ে ৪টে নাগাদ কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডের ১/৩A, পরমহংসদেব রোডে তিনতলা বাড়ির কার্নিস ভেঙে পড়ে ফুটপাতের ওপর। সেই সময় আশেপাশে লোকজন না থাকায়, বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
Continues below advertisement