Kolkata News:গার্ডেনরিচ, বিরাটির পর এবার চেতলা,মেয়রের ওয়ার্ডে ভেঙে পড়ল পুরনো বাড়ির তিনতলার কার্নিস

Continues below advertisement

ABP Ananda LIVE: গার্ডেনরিচ(gardenreach), বিরাটির(birati) পর এবার চেতলা(chetla)। খোদ মেয়রের ওয়ার্ডে ভেঙে পড়ল পুরনো বাড়ির তিনতলার কার্নিস। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ি। আজ ভোর সাড়ে ৪টে নাগাদ কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডের ১/৩A, পরমহংসদেব রোডে তিনতলা বাড়ির কার্নিস ভেঙে পড়ে ফুটপাতের ওপর। সেই সময় আশেপাশে লোকজন না থাকায়, বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram