Abhishek Banerjee: গোয়ার পর মেঘালয়, আসন্ন বিধানসভা ভোটের প্রচারে ফের কংগ্রেসকে নিশানা অভিষেকের

গোয়ার (Goa) পর মেঘালয়(Meghalaya)। আসন্ন বিধানসভা ভোটের(Bidhansava nirbachan) প্রচারে ফের কংগ্রেসকে(congress) নিশানা করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়(Abhishek Banerjee)। বললেন, কংগ্রেসকে(Congress) ভোট দেওয়া মানেই, বিজেপিকে(BJP) ভোট দেওয়া। বিরোধীরা অবশ্য় বলছে, বিভিন্ন রাজ্য়ে বিরোধী ভোট কাটতে মমতা-মোদির(Mamata Banerjee- Narendra Modi)যে আঁতাঁত হয়েছে তা ফের স্পষ্ট হয়ে গেল। জবাব দিয়েছে বিজেপিও(BJP)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola