Recruitment Scam: বিচারপতি গঙ্গোপাধ্য়ায় পর, ফের OMR শিটের প্রতিলিপি নিয়ে প্রশ্ন তুললেন অমৃতা সিনহা
OMR Sheet: প্রাইমারির ওএমআর বিকৃতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় যে বিষয়টা বারবার তুলে ধরেছেন, সেই বিষয়টা আজ শোনা গেল বিচারপতি অমৃতা সিনহার মুখেও। প্রশ্ন তুললেন, OMR শিটের প্রতিলিপি না থাকা নিয়ে।