Recruitment Scam: SSC-র নিয়োগ-বিধির পরে শিক্ষাকর্মীদের ভাতা-সিদ্ধান্তও চ্যালেঞ্জ | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: SSC-র নিয়োগ-বিধির পরে শিক্ষাকর্মীদের ভাতা-সিদ্ধান্তও চ্যালেঞ্জ । চাকরিহারা গ্রুপ C, গ্রুপ D শিক্ষাকর্মীদের রাজ্যের আর্থিক সাহায্যের ঘোষণা । 'শুধু চাকরিহারাদের জন্য কেন রাজ্য সরকারের ভাতা?' । রাজ্য সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে ৪টি মামলা দায়ের । 'কেন ২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া সব চাকরিপ্রার্থীদের ভাতা নয়?' । 'যারা দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন, তাদের কেন বাড়তি সুবিধে?'প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা দায়ের, ৯ জুন শুনানির সম্ভাবনা । মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতার ঘোষণা রাজ্য । শ্রম দফতর থেকে চাকরিহারা গ্রুপ D-কে ২০ হাজার টাকা ভাতার ঘোষণা । গ্রুপ C কর্মীদের ২৫ হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও খবর..

যতটা সামনে এসেছে তার থেকেও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তানের সরকারি নথিই বলছে সেকথা। 'অপারেশন সিঁদুরে' পাকিস্তানের যতগুলি টার্গেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে ভারতের নিরাপত্তাবাহিনী জানিয়েছে, বাস্তবে তার থেকেও বেশি টার্গেট করা হয়েছে। পাকিস্তানই বলছে একথা। পাকিস্তানের অপারেশন বুনইয়ান উন মরসুস-এর তথ্য অনুযায়ী, ভারতের নিরাপত্তাবাহিনী যতগুলি টার্গেটে আঘাত হানার কথা বলেছে, বাস্তবে তার থেকে আরও সাতটি বেশিকে নিশানা করা হয়েছে। সরকারি সেই দলিলের ম্যাপ অনুযায়ী, পেশওয়ার, ঝাং, সিন্ধের হায়দ্রাবাদ, পাঞ্জাবের গুজরাত, ভাওয়ালনগর, আটোক ও চোরেও টার্গেট করেছে ভারতের নিরাপত্তাবাহিনী। গত মাসে অপারেশন সিঁদুরের পর ভারতের নিরাপত্তাবাহিনীর তরফে যৌথ সাংবাদিক বৈঠক করে অপারেশন সংক্রান্ত তথ্য জানানো হয়। পাকিস্তানের বক্তব্য, সেই সাংবাদিক বৈঠকে ভারতের বায়ুসেনা ও ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসের তরফে যে তথ্য দেওয়া হয়েছিল, তার মধ্যে উপরের এই সাতটি লোকশনের উল্লেখ ছিল না বলে সরকারি নথিতে উল্লেখ

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola