ঘণ্টাখানেক সঙ্গে সুমন (22.02.23) পর্ব ১ : জামিন খারিজ হতেই আদালতে গ্রেফতার মানিকের স্ত্রী-পুত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন: জামিন খারিজ হতেই আদালতে গ্রেফতার মানিকের স্ত্রী-পুত্র। মানিক, তাঁর স্ত্রী ও ছেলে মিলেই কষেন দুর্নীতির ছক, দাবি গোয়েন্দাদের। জেলের মধ্যে আহত পার্থ, মুখে-বুকে চোট। মলদ্বীপ থেকে ভিয়েতনামে বাংলার শিক্ষা-দুর্নীতির টাকা, দাবি ED-র। আমার সাহেব অভিষেক, তাঁকে কেউ ছুঁতে পারবে না। মুখ খুললেন তাপস মণ্ডল বর্ণিত 'কালীঘাটের কাকু' সুজয় ভদ্র। কংগ্রেসের (Congress) ভোট চাওয়ার নৈতিক অধিকার নেই, মেঘালয়ে আক্রমণে মমতা (Mamata Banerjee)। আসলে বিজেপিকে জেতানোই তৃণমূলের লক্ষ্য, পাল্টা রাহুল (Rahul Gandhi)।