Abhishek Banerjee: জোড়া সিঙ্গল বেঞ্চের পরে এবার ইডির ভূমিকায় সন্দেহ ডিভিশন বেঞ্চেরও। ABP Ananda Live

Continues below advertisement

Abhishek Banerjee: জোড়া সিঙ্গল বেঞ্চের (Single Bench) পরে এবার ইডির ভূমিকায় সন্দেহ ডিভিশন বেঞ্চেরও (division bench)। 'সিঙ্গল বেঞ্চের নির্দেশ দেখে মনে হচ্ছে ইডি নবীশের মতো আচরণ করছে'। 'হয় তারা এই তদন্তে নবীশ, না হলে তদন্তের নির্দিষ্ট অংশে ঢুকতে চায় না'। '১৫ মাস ধরে তদন্ত অগ্রগতি না হলে আদালত কিছু বলতে পারবে না?' 'তদন্ত স্বচ্ছতার সঙ্গে হচ্ছে কিনা, সেটা দেখাও আদালতের কাজ'। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির ভূমিকায় প্রশ্ন এবার বিচারপতি সৌমেন সেনের (Soumen Sen)। বিচারপতি অমৃতা সিন্হার (Amrita Sinha) নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গিয়ে প্রশ্নের মুখে অভিষেকও (Abhishek Banerjee)

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram