Kamduni Protest: কামদুনি-রায়ের পর আজ কলকাতায় পথে নামছেন প্রতিবাদীরা। ABP Ananda Live
Kamduni Incident: কামদুনি-রায়ের (Kamduni verdict) পর আজ কলকাতায় (Kolkata) পথে নামছেন প্রতিবাদীরা। ধর্মতলা থেকে মেয়ো রোডে গাঁধী মূর্তি পর্যন্ত মিছিল। কোনও রাজনৈতিক দলের পতাকা ছাড়াই মিছিলে অংশ নিতে আবেদন জানানো হয়েছে। মিছিল হবে কামদুনিতেও, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে পথে নামবে বিজেপির (BJP) মহিলা মোর্চা। দুপুর ১টা নাগাদ কামদুনি বাস স্ট্যান্ডে জমায়েত, সেখান থেকে শুরু হবে মিছিল।