Leaps and Bounds: তল্লাশির পর এবার লিপস অ্যান্ড বাউন্ডসের সহকারী হিসাবরক্ষককে তলব ইডি-র
ABP Ananda LIVE: তল্লাশির পর এবার লিপস অ্যান্ড বাউন্ডসের সহকারী হিসাবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়কে তলব ইডি-র। আজ সকাল ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি চালিয়ে চন্দনের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। সূত্রের খবর, আজ চন্দনের সামনেই তাঁর ফোন খুলে তথ্য উদ্ধারের চেষ্টা হবে । যে যে কোম্পানির নাম মিলেছে, তাদের সঙ্গে লিপস অ্যান্ড বাউন্ডসের আর্থিক লেনদেন নিয়েও চন্দনকে করা হবে জিজ্ঞাসাবাদ