Madan Mitra Threat Call: মদন মিত্রকে 'হুমকি' ফোন, তৃণমূল সাংসদের পর এবার বিধায়ককে নিশানা

Continues below advertisement

ABP Ananda Live: সৌগত রায়ের পর এবার মদন মিত্রকে 'হুমকি ফোন'! গুলি করে খুনের হুমকি দিয়ে মাঝরাতে ফোন তৃণমূল বিধায়ককে। 'গুলি করলে কে বাঁচাবে?'- এই হুমকিই দেওয়া হয়েছে ফোনে। আতঙ্কে রয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। পরিষ্কার বাংলায় হুমকি দিয়ে ফোন এসেছিল বলে জানিয়েছেন মদন মিত্র। তৃণমূল সাংসদের পর এবার বিধায়কের কাছে মাঝরাতে 'হুমকি' ফোন। ২বার ফোন এসেছিল, পুলিশ টাওয়ার লোকেট করলেই পেয়ে যাবে, বলছেন মদন মিত্র। সৌগত রায়কে ফোন করার পরেই আমাকে খুনের হুমকি দিয়ে ফোন করা হয়েছে। মাঝরাতে ফোন করে হুমকি দিয়ে বলেছে, কামারহাটি কাণ্ডে কেন মুখ খুলেছিস? গুলি করলে কে বাঁচাবে? এর আগে, মাঝরাতে ৩.৩০ নাগাদ তৃণমূল সাংসদ সৌগত রায়ের কাছে হুমকি ফোন আসে বলে জানা যায়। জয়ন্ত সিংহকে না ছাড়ালে গুলি করা হবে বলে হুমকি দেওয়া হয় তাঁকে। সেই রেশ কাটতে না কাটতেই এবার হুমকি ফোন এল মদন মিত্রর কাছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram