Abhishek Banerjee: পশ্চিম মেদিনীপুরে ফের প্রকাশ্য়ে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব | ABP Ananda Live
Continues below advertisement
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভার প্রচার মিছিলে যেতে দলের কর্মীদের বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলেরই (TMC) কাউন্সিলরের (Counciler) বিরুদ্ধে। চৌঠা ফেব্রুয়ারি কেশপুরে (Keshpur) সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই সভার সমর্থনে শনিবার বিধায়ক জুন মালিয়ার (June Mallya) নেতৃত্বে একটি মিছিলের আয়োজন করা হয়। দলের কর্মীদের বিধায়কের মিছিলে যেতে বাধা দেন মেদিনীপুরের (Medinipur) ১৩ নম্বর ওযার্ডের তৃণমূল কাউন্সিলর মোজাম্মেল হোসেন। মিছিলে গেলে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হবে বলে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
Continues below advertisement